ঢাকা, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১
good-food
৫৬

পুলিশ স্বাভাবিকভাবে কাজ শুরু করলে ফেরত যাবে সেনাবাহিনী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩১ ১২ আগস্ট ২০২৪  

পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিকভাবে কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী। সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের  প্রশ্নের উত্তরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান  এ কথা বলেন।

 

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির  উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে। এ সময় তিনি সব সহিংসতা পরিহার করে জনগণের জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান। 

 

এর আগে খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি ও কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

 

সেনাপ্রধান বলেন, সংখ্যালঘুদের একটা ইস্যু ছিল। আমি সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখলাম, সারা বাংলাদেশে ২০ জেলায় মাত্র ৩০টি মাইনোরিটি রিলেটেড সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশ লুটপাট ও ভাঙচুর। এগুলোর মধ্যে অধিকাংশই আবার পলিটিক্যাল র‌্যাভেল (রাজনৈতিক প্রতিহিংসা)-এর কারণে হয়েছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর