ঢাকা, ০৩ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১
good-food
১০০

পূজা মণ্ডপে রেগে আগুন কাজল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৫:৩১ ১২ অক্টোবর ২০২৪  

উত্তর মুম্বাইয়ে সর্বজনীন দুর্গাপূজায় ফি বছর ভিড় জমান বাঙালি বলিউড তারকারা। কাজল, রানি মুখার্জিদের দেখা মেলে এই পূজা মণ্ডপে। এবারও যথারীতি উত্তর মুম্বাইয়ের পূজায় এসেছিলেন কাজল। আর সেখানেই বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা যায় এই বলিউড অভিনেত্রীকে।

 

জানা যায়, মণ্ডপে খাবার পরিবেশন করতে গিয়ে আচমকাই রেগে যান কাজল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাজল এক মহিলার উদ্দেশ্যে বলছেন, ‘সরে যান, পিছনে যারা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তাদের দিতে দিন।’ অপর এক মহিলা যখন জানান তিনি সবে এসেছেন, তখন কাজল বলেন, ‘মিথ্যা কথা বলা ঠিক না।’

 

এছাড়া পূজা মণ্ডপে ভিড় জমানো পাপারাজ্জিদের ওপরও রাগ ঝাড়েন কাজল। পূজার প্যান্ডেলে জুতা পরে প্রবেশ করায় পাপারাজ্জিদের ঝাড়তে দেখা যায় তাকে। এ সময় চিৎকার করে কাজল বলতে থাকেন, ‘যারা জুতা পরে এসেছেন, তারা সরে যান। সবাই পূজাকে একটু সম্মান করুন।’

 

উল্লেখ্য, ধুমধাম করে কাজলের বাড়িতে পালন হয় দুর্গাপূজা উৎসব। দীর্ঘদিন চলে প্রস্তুতি। দেদার পাতপেড়ে খাওয়া-দাওয়া হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিন এ ঘটনার পর কাজলকে হেসে ফেলতেও দেখা যায়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর