ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৩৮

পেঁয়াজ রফতানি বন্ধ করল ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৬ ১৪ সেপ্টেম্বর ২০২০  

অতিবৃষ্টি ও বন্যায় সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় দেশের বাজারে দাম বৃদ্ধি ঠেকাতে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত । হিলির কাস্টমস কর্মকর্তাদের বরাত দিয়ে সিএন্ডএফ এজেন্ট শংকর দাস এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সরকার ভারতে দেড় হাজার টন ইলিশ রফতানির পরদিনই মোদি সরকার এ সিদ্ধান্ত নিলো। 

শংকর দাস বলেন, সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে অতিবৃষ্টি ও বন্যা হওয়ায় ভারতের যেসব অঞ্চলে পেঁয়াজ উৎপাদন হতো সেখানে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। যার কারণে পেঁয়াজের সরবরাহ কমায় ভারতের বাজারেই পেঁয়াজের দাম বাড়ছে। পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে রফতানি বন্ধের খবর সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ভারত সরকার হিলি কাস্টমসকে জানিয়েছেন। 

 কাস্টমস কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, সোমবার থেকে সব ধরনের পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন এখনও জারি হয়নি, তবে অচিরেই জারি হবে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে পেঁয়াজ আমদানির জন্য যেসব এলসি খোলা রয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেগুলোর বিপরীতেও কোনও পেঁয়াজ রফতানি হবে না।