ঢাকা, ১৪ মার্চ শুক্রবার, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১
good-food
১৭৪

প্যারিস অলিম্পিকের প্রথম সোনা জিতলো চীন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৮ ২৭ জুলাই ২০২৪  

আনুষ্ঠানিক উদ্বোধনের পরে শনিবার শুরু হয়েছে প্যারিস অলিম্পিকসের পদক জয়ের লড়াই। এবারের আসরে প্রথম সোনার পদক জিতেছে চীন। তবে আসরের প্রথম পদক গেছে কাজাখস্তানের ঝুলিতে।


১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতে নেয় চীন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। তার মানে, এই ইভেন্টে রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া।


আসরের প্রথম পদক নির্ধারণ হয়েছে আগেই। যেখানে একপেশে লড়াইয়ে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জয় করে কাজাখস্তান। জার্মানিকে ১৭-৫ ব্যবধানে হারান নেন আলেক্সান্দ্রে লি ও সাতপাইয়েভ ইসলাম জুটি।

১৯৯৬ সালের পর অলিম্পিকসে এই প্রথম শুটিং থেকে পদক পেল কাজাখস্তান।

 দিনের দ্বিতীয় সোনার পদকও জিতে নিয়েছে চীন। সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে সোনা জিতেছে তারা। এই ইভেন্টে যুক্তরাষ্ট্র রুপা জিতেছে  ও ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর