ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৬৬

প্রতি সপ্তাহে নতুন ছবি মুক্তি দেবে নেটফ্লিক্স

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩২ ১৬ জানুয়ারি ২০২১  

এ বছর প্রতি সপ্তাহে নতুন ছবি মুক্তি দেবে নেটফ্লিক্স। গত অক্টোবরেই এমন ইঙ্গিত দিয়েছিল এ স্ট্রিমিং জায়ান্ট। ২০২১ সালে প্রতি সপ্তাহেই নিজেদের প্রায় ২০ কোটি সাবস্ক্রাইবারকে নতুন কন্টেন্ট দিতে যাচ্ছে তারা। এমন কাজ এমজিএম তাদের তুমুল সাফল্যের দিনেও করতে পারেনি।

 

২০২১-এর ছবিগুলো বেশিরভাগই নেটফ্লিক্স অরিজিনাল বা নতুন ছবি। কিছু আছে তাদের কিনে নেয়া পুরনো ছবি। সবমিলিয়ে এ বছর তাদের পাইপলাইনে আছে ৭০টি চলচ্চিত্র। মিউজিক্যাল থেকে অ্যাকশন, রোমান্টিক কমেডি থেকে ফ্যামিলি অ্যানিমেশন। তাদের কাছাকাছি থাকা ডিজনির চেয়ে তারা অর্ধশত বেশি ছবি মুক্তি দেবে।

 

ডোয়াইন জনসন, মেলিসা ম্যাককার্থি, হ্যালি বেরি, জেসন মোমোয়া, অ্যামি অ্যাডামস, রায়ান রেনল্ডস, ক্রিস হেমসওয়ার্থ—আরো অনেক তারকা থাকছেন নেটফ্লিক্সের ছবিতে। বছরজুড়েই নেটফ্লিক্সের পর্দায় দেখা যাবে এ তারকাদের।

 

উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে বড় বাজেটের ‘রেড নোটিস’, ছবিতে অভিনয় করবেন গাল গাদত। আছে রেজিনা কিং ও ইদ্রিস এলবা অভিনীত ওয়েস্টার্ন দ্য হার্ডার দে ফল। ‘ডোন্ট লুক আপ’ ছবির তারকাদের তালিকা ভক্তদের অধীর করে তুলতে পারে। এ ছবিতে একসঙ্গে দেখা যাবে জেনিফার লরেন্স, লিওনার্দো ডি ক্যাপ্রিও, আরিয়ানা গ্রান্ডে, টিমোথি শালামে ও মেরিল স্ট্রিপকে।

 

নেটফ্লিক্স এখন দুনিয়ার সবচেয়ে বড় স্ট্রিমিং সাইট। মহামারীর মধ্যেও নতুন ও প্রিমিয়াম ছবি মুক্তি দেয়ার ক্ষেত্রে নেটফ্লিক্স ধারাবাহিকতা বজায় রেখেছে।

 

মহামারীতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চলচ্চিত্র শিল্পে স্থবিরতা নেমে এসেছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এতে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এখনো ভাইরাসটি দমনে প্রতিষোধক আবিস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।

 

উল্লেখ্য, ১৯৩০ ও ৪০-এর দশকে এমজিএম স্টুডিও বছরে ৫০টি নতুন ছবি মুক্তি দিত এবং সেগুলোতে তত্কালের বিশ্বসেরা তারকারা অভিনয় করতেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর