ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৮৯

প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ: হোয়াইট হাউস ছাড়ছেন কর্মকর্তারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০২ ৭ নভেম্বর ২০২০  

হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তা ট্রাম্পকে ছেড়ে যাচ্ছেন। ইতোমধ্যে পদত্যাগ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। সূত্র: সিএনএন।

সিএনএন জানায়, পেনসিলভানিয়া ও জর্জিয়ায় বর্তমানে ভোটের যে অবস্থা, তাতে ট্রাম্পের পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই। এ অবস্থায় হোয়াইট হাউসের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিজ দলের প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তা প্রেসিডেন্টের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছেন। প্রতিরক্ষা মন্ত্রী তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আরো কয়েকজন মন্ত্রী এবং উপদেষ্টা পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছেন। ক্রমেই ট্রাম্পের সহযোগীরা নিরব হয়ে ট্রাম্পের সাথে দুরত্ব বজায় রাখছেন। যারা এতদিন ট্রাম্পের সাথে ছিলেন তারা একে একে সরে যাবার প্রস্তুতি নিয়েছেন। এদিকে নতুন প্রেসিডেন্ট বাইডেনের জয়ের খবর ছড়িয়ে পড়ার পর হোয়াইট হাউসে ট্রাম্পের কর্মকর্তারা গোছগাছ করে চলে যাবার প্রস্তুতি নিতে শুরু করেছেন। কার্যত ট্রাম্প এখন একেবারেই একা। যদিও নিয়মানুয়াী আগামী ২০ জানুয়ারী পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন ডোনাল ট্রাম্প।


 
সিএনএনের কাছে নির্বাচনের দৌড়ে ‘সব শেষ’ বলে মন্তব্য করেন ট্রাম্প প্রশাসনের এক উপদেষ্টা। প্রশ্ন হলো নির্বাচনের ফল ঘোষণার পর ট্রাম্পের পদক্ষেপ কী হবে? এ বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান এই কর্মকর্তা।

বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের সম্মেলন কক্ষে মিথ্যা বিবৃতি দিয়ে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। এর পর ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা তাঁদের বিভাগীয় প্রধানদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী করণীয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সৃষ্টি কর্তা ছাড়া আর কে জানেন!’

 
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর