ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৬৭৭

প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালির অনুমতি পেয়েছে বিএনপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৯ ২৯ আগস্ট ২০১৯  

আগামী ২ সেপ্টেম্বর  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালির অনুমতি পেয়েছে দলটি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় থেকে র‌্যালির মৌখিক অনুমতি দেয়া হয়েছে। 
 বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির অনুমতি চাইতে আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র‌্যালির অনুমতি চাইতে আমরা দুপুরে ডিএমপি কার্যালয়ে গিয়েছি। মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন আমাদের দুপুর ২টা থেকে র্যালি বের করার মৌখিক অনুমতি দিয়েছেন।