ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৪১৩

প্রথম `মিসেস বাংলাদেশ` অবনী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৫ ২২ সেপ্টেম্বর ২০১৯  

দেশে প্রথমবারে মতো বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত ‘মিসেস বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মুনজারিন অবনী।
প্রতিযোগিতায় দুই হাজারের বেশি নারী অংশগ্রহণ করেন। সেখান থেকে সেরা ১০ প্রতিযোগী নিয়ে শনিবার রাতে গুলশান ক্লাবে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। 
এতে সবাইকে পেছনে ফেলে ‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতার মুকুট পরেন অবনী। 
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন রাবেয়া সুলতানা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মাটি সিদ্দিকী।

সেরা দশে অন্য প্রতিযোগীরা ছিলেন - আফরিন আনিস রহমান, সুমা নুসরাত, মনিয়া, আবাফা দিলশা, রুমানা, সনজিদা  ও সামান্তা।

চ্যাম্পিয়ন হওয়া অবনী আগামী নভেম্বরে আমেরিকা মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস বাংলাদেশ-২০১৯’ এর আয়োজক অপূর্ব আবদুল লতিফ। প্রতিযোগিতায় বিচারক  ছিলেন শহীদুল আলম সাচ্চু, শিমুল মোস্তফা, আজহারুল হক আজাদ, নিমা এহসান, মুনা চৌধুরী, অন্তু করিম, পিয়াল হোসেন, খালেদ হোসেন সুজন, ইসরাত পায়েল, লামিয়া আলম, সালেহা সারোয়ার, সামিনা সারা, মারিয়া মৃত্তিক, ড. তৌহিদা রহমান ইরিন। 

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর