ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫ || ১০ ফাল্গুন ১৪৩১
good-food
১১৭

প্রথমবার সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৩ ২০ নভেম্বর ২০২৪  

প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ের প্রবেশ করেন।

 

উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে যান ড. ইউনূস। এসময় তাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

 

প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। সচিবালয়সহ আশেপাশের এলাকাতেও ছিল এ নিরাপত্তা।

 

উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া প্রবেশ করতে দেয়া হয়নি অন্য কোনো গাড়ি। এদিন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা ছিল।