ঢাকা, ১৯ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৪

প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি আশাহত: মির্জা ফখরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১০ ১৮ নভেম্বর ২০২৪  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে অনেকে আশান্বিত, তবে আমি একটু আশাহত হয়েছি। আশা করেছিলাম, প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে নির্বাচনের রূপরেখা দেবেন।

 

সোমবার (১৮ ন‌ভেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত‌্যুবার্ষ‌ি‌কী উপল‌ক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, নির্বাচন দিলেই আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। সেখানে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক আর না আসুক। যারা দেশের ক্ষতি করতে চাচ্ছে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তারা পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ নির্বাচিত সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। আমরা সংস্কার চাই, করব, তবে সেগুলো যেন সুন্দর হয়, সবার কাছে যেন গ্রহণযোগ্য হয়, সেভাবে এগিয়ে যান- এটাই অনুরোধ।

 

মির্জা ফখরুল বলেন, আমরা সরকারকে বাধা দিচ্ছি না, বরং সমর্থন জানাচ্ছি। কিন্তু সচিবালয় বসে থাকা স্বৈরাচারের দোসরদের রেখে কীভাবে সংস্কার করবেন? দ্রব্যমূল্যের সিন্ডিকেট এখনো ভাঙতে পারেননি, মানুষ অশান্তিতে আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, তবুও মেনে নিয়েছে আপনাদের। সিন্ডিকেট ভেঙে ফেলার ব্যবস্থা করেন। গভর্ন্যান্স ঠিক করেন, কোনো কাজে গেলে যেন টাকা না লাগে।

 

মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন আমাদের বটবৃক্ষ। তার উত্থান হয়েছিল সাধারণ পরিবার থেকে। তার অধীনে আমরা বসবাস করেছি। মানুষকে মহিমান্বিত করার মাধ্যমে তিনি সামনে চলে আসেন। 

 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে কৃষক দলের নেতা এস‌কে সা‌দির সঞ্চালনায় সভায়  ভাইস চেয়ারম‌্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছা‌সেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, লেবার পা‌র্টির চেয়ারম‌্যান লায়ন ফারুক রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর