ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮২

প্রহেলিকা দেখে সংবাদ উপস্থাপকদের উচ্ছ্বাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৫ ৬ জুলাই ২০২৩  

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী অভিনীত সিনেমা দেখলেন ৪০ জন টেলিভিশন সংবাদ উপস্থাপক। ক্যারিয়ারের প্রথম জীবনে সংবাদ পাঠ করতেন চিত্রনায়িকা নায়িকা বুবলী। স্বাভাবিকভাবে সহকর্মী অভিনেত্রীর অভিনয়ন গুণে রীতিমতো মুগ্ধ হয়েছেন তারা। 

 

বিষয়টি জানিয়ে অভিনেত্রী বুবলী নিজস্ব ফেসবুকে লিখেছেন, সম্মানিত সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা ভাইয়া আপুরা আপনারা নস্টালজিক করে দিয়েছেন আমাকে।

 

আমার জন্য এতো দারুণ একটি সারপ্রাইজ ছিলো যেটা সত্যি সারা জীবন মনে থাকবে ।আপনারা সবাই (প্রায় ৪০ জন) আপনাদের এতো ব্যস্ত সময় থেকে সময় বের করে এতগুলো টিকেট একসাথে ম্যানেজ করে প্রায় ৩৯ টি টিভি চ্যানেল থেকে সবাই একসাথে যুক্ত হয়ে আমার প্রহেলিকা সিনেমা দেখেছেন, আমাকে এবং আমার পুরো প্রহেলিকা টিম কে ভালোবাসা দিয়েছেন, আমি সত্যি মুগ্ধ, সম্মানিত এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি।

 

বুবলী বলেন, আমি সত্যি অনেক গর্বিত যে সবার ভালোবাসার চলচ্চিত্র মাধ্যম এর পাশাপাশি সংবাদ উপস্থাপনার মতো এমন একটি চ্যালেঞ্জিং,সম্মানিত আর পরিশীলিত কাজের সাথে যুক্ত ছিলাম,আছি এবং থাকবো। আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদের সবার প্রতি।


এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। বাংলা অভিধানে প্রহেলিকা শব্দের অর্থ ধাঁধা। নামের মতোই প্রহেলিকা জুড়ে ছিল গোলকধাঁধা।  সিনেমার শেষ পর্যন্ত আবহটিকে ধরে রাখতে সচেষ্ট নির্মাতা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর