ঢাকা, ০২ এপ্রিল বুধবার, ২০২৫ || ১৮ চৈত্র ১৪৩১
good-food
৮২৯

প্রেম করে বিয়ে করবো না বলে শপথ নিল ছাত্রীরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০২ ১৫ ফেব্রুয়ারি ২০২০  

ভারতের মহারাষ্ট্র প্রদেশের এক কলেজের ছাত্রীদেরকে জোর করে প্রেম করে বিয়ে বা লাভ ম্যারেজ না করার জন্য শপথ গ্রহণ করিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভালোবাসা দিবসে মহারাষ্ট্রের চান্দুর রেলস্টেশনের নিকট অবস্থিত মহিলা আর্টস অ্যান্ড কমার্স কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদেরকে জোর করে প্রেম না করার জন্য শপথ নেওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, ন্যাশনাল সার্ভিস স্কিম-এর কর্মসূচির আওতায় এই অঙ্গীকার করানো হয়েছে।


ছাত্রীরা শপথ করে, ”আমি অঙ্গীকার করছি, বাবা-মায়ের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তাই আমার সামনে বিভিন্ন ঘটনা দেখে আমি বলছি, আমি কোনওদিন প্রেম বা প্রেম-বিবাহ করব না। আমি এ রকম কাউকে বিয়ে করব না যে পণ নিতে চায়। আমার যেখানেই বিয়ে হোক, ভবিষ্যতে আমিও কোনওদিন পণ নেব না বা দেব না। এটা আমার সামাজিক কর্তব্য।”


 
তবে অনেক ছাত্রী এ শপথ গ্রহণ সমর্থন করেছেন। ঋতিকা রঙ্গারি নামের এক ছাত্রী বলেন, ‘‘ভালবাসার পাত্রকে ভাল ও স্বনির্ভর হতে হবে। তাই আমি মনে করি, প্রেমের ব্যাপারে সব সময় পরিবারের পরামর্শ নেওয়া উচিত।’’

আরেক ছাত্রী বলেন, ‘‘আমি এই শপথ নিয়েছি। আমার বাবা-মায়ের উপর পূর্ণ আস্থা রয়েছে। আমি কোনওদিন প্রেম বা প্রেম-বিবাহ করব না।’’

মহারাষ্ট্রের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী যশোমতী ঠাকুর বলেছেন, ‘‘প্রত্যেক ছাত্রীর এই শপথ নেওয়া উচিত। ওয়ার্ধার মতো ঘটনা থেকে সতর্ক হতে কলেজগুলির উচিত এই প্রত্যেককে এই শপথ গ্রহণ করানো।’’

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি ওয়ার্ধার হিঙ্গনঘাটে ২৪ বছরের এক কলেজ শিক্ষিকার গায়ে আগুন ধরিয়ে দেয় ব্যর্থ প্রেমিক। পরে নাগপুরের হাসপাতালে মৃত্যু হয় ওই যুবতী মারা যায়।