ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৮

প্রেমিককে হত্যার দায়ে গ্রেফতার, কে এই আলিয়া ফাখরি?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৫ ৩ ডিসেম্বর ২০২৪  

প্রাক্তন প্রেমিক ও বন্ধুকে কুইন্সের একটি দোতলা গ্যারেজে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আলিয়া ফাখরিকে। আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন। তার পরবর্তী হাজিরা আগামী ৯ ডিসেম্বর। এখন প্রশ্ন হলো- কে এই আলিয়া ফাখরি?

 

মার্কিন অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি। তার বয়স ৪৩। তিনি নিউ ইয়র্কের রানীতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হয়েছেন।

 

আলিয়া এবং নার্গিসের বাবা মোহাম্মদ ফাখরি ছিলেন একজন পাকিস্তানি। তাদের মা মারি ফাখরি একজন চেক। আলিয়ার ছোটবেলায় তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এবং এর কিছুদিন পর তার বাবা মারা যান।

 

আলিয়া ফাখরির বিরুদ্ধে অভিযোগ, গত ২ নভেম্বর সকালে গ্যারেজে পৌঁছায় আলিয়া। এ সময় তার প্রাক্তন জ্যাকবস গ্যারেজে ঘুমাচ্ছিল।  যেখানে তাকে চিৎকার করে বলতে শোনা গেছে, তোমরা সবাই আজ মারা যাবে। এর কিছু সময় পর ভবনটিতে আগুন ধরিয়ে দেন আলিয়া। 

 

যার দায়ে আলিয়ার বিরুদ্ধে খুন ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। যে অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতারের শিকার হয়েছেন আলিয়া।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর