ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
good-food
৯৫৮

প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৬ ১৯ জুলাই ২০২০  

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব, গুণ ও ধর্ম থাকে। তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটে। যে কারণে প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। ১৯ জুলাই রাশিফল আপনাকে বলবে এ দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে। কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে। পাশাপাশি কোন বিষয়টি আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। এবার চলুন দেখে নেয়া যাক গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে কী বলছে-
মেষ রাশি
সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং সেগুলো অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে। উপরি টাকা জমি, বাড়িতে বিনিয়োগ করা উচিত। অন্যদের অসন্তুষ্ট না করতে চেষ্টা করুন এবং পারিবারিক প্রয়োজনের সঙ্গে মানিয়ে নিন। প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না। আপনার স্বেচ্ছাসেবামূলক কাজ শুধু আপনাকে যারা সহায়তা করেন, তাদের সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে সহায়তা করবে।
বৃষ রাশি
মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। অতএব, এদিন থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন। অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। পরিবারের পাশাপাশি বন্ধু-বান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সঙ্গে এগোবেন। যারা বাগদত্ত, তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন।
মিথুন রাশি
আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না। তাতে লোকসান হবেই। যদি না আপনি বিনিয়োগের সময় সবদিক লক্ষ্য রাখেন। কোনও বন্ধু ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে। প্রেমের জীবন বিতর্কিত হতে পারে। সমস্যায় দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য স্বীকৃতি পাবেন। আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে।
কর্কট রাশি
শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন। নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। ঘরের সৌন্দর্য্যায়নের জন্য অতিরিক্ত সময়ের ব্যবহার করুন। পরিবারের সদস্যরা সত্যিই এটির প্রশংসা করবে। সমস্ত দিন চারপাশে প্রণয়ীর ভালোবাসা অনুভব করবেন। এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে। ফাঁকা সময়ে কোনো সিনেমা দেখতে পারেন। তবে সেই সিনেমা আপনার পছন্দ হবে না। মনে হবে, আপনি মূল্যবান সময় হারিয়ে ফেললেন।
সিংহ রাশি
ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন। যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন, তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারেন। কারণ, একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে। বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবেন। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না। এ রাশির কিছু ছাত্ররা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যয় করতে পারেন।
কন্যা রাশি
অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। বিনোদন ও রূপচর্চায় বেশী খরচ নয়। যাদের ভালোবাসেন, তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে। বাড়ির লোক আপনার সঙ্গে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন। কিন্তু নিজের মত্ততেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন, যেটা করতে পছন্দ করেন।
তুলা রাশি
শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং অসাধারণ কিছু করতে পারেন। একজন নিমন্ত্রিত অতিথি বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে। যে কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালি জিনিসগুলোতে অর্থ ব্যয় করতে পারবেন। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে। ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। আপনজনদের সময় দেয়াও দরকার। এ কথাটা আপনি বুঝতে পারবেন। কিন্তু তবুও আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না।
বৃশ্চিক রাশি
বাচ্চাদের সঙ্গে সান্ত্বনা খুঁজে নিন। শুধু নিজের পরিবারের বাচ্চারাই নয় বরং অন্যদের সন্তানদেরও উপশমকারী ক্ষমতা আপনাকে প্রবোধ দিতে এবং উদ্বেগ শান্ত করতে পারে। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলোর এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে। সাফল্য ও খুশি আনবার এটি একটি ভালো সময়। আপনার উদ্যম ও পরিবারের সদস্যদের দেয়া সমর্থনকে ধন্যবাদ জানান। কারো জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে। আবার অন্যদের প্রেমে উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন।
ধনু রাশি
অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন, যা অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। পরিবারের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। প্রেমিকার সঙ্গে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনও ফল পাবেন না। পরিবর্তে নিজের উচিত মাথা ঠাণ্ডা রাখা এবং প্রেমিকার কাছে সত্য অনুভূতিগুলো ব্যাখ্যা করা। পরনিন্দা ও কুৎসা থেকে দূরে থাকুন।
মকর রাশি
অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। এ রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে জমি সংক্রান্ত যেকোনও বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে। পারিবারিক দায়িত্ব ভুলবেন না। আবেগ প্রবণতাকে সামলে রাখুন, না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে- আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে।
কুম্ভ রাশি
যখন আপনি কোনও অভিমত দিচ্ছেন, তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন। আপনার দ্বারা নেয়া কোনও ভুল সিদ্ধান্ত শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয় বরং আপনাকেও মানসিক চাপ দেবে। আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে বাবা-মা চিন্তিত হয়ে পড়তে পারেন। তাই নিজেকে তাদের ক্রোধের শিকার হতে হতে পারে। বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে। আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন।
মীন রাশি
দেখতে পাবেন আপনার কাজে মনঃসংযোগ করতে অসুবিধা হচ্ছে। কারণ, আপনার স্বাস্থ্য ঠিক নেই।  এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন। যদিও তাদের ইচ্ছা পূরণ করবেন। তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলো আরও খারাপ করতে পারে। যদি মনের উপর কোনও চাপ থেকে থাকে, তাহলে আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলুন। কারণ, তারা আপনার মাথা থেকে ভার সরিয়ে দেবে। কোনও আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়া সম্ভবপর। এ রাশির জাতকেরা নিজের ভাই, বোন-এর সঙ্গে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন।

ভাগ্য মেলান বিভাগের পাঠকপ্রিয় খবর