ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৩৬৩

প্রেস থেকেই ফাঁস হতো মেডিকেলের প্রশ্নপত্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৫ ২৩ জুলাই ২০২০  

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানিয়েছে সিআইডি। বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সংবাদ সম্মেলনে সিআইডি এ তথ্য জানায়।

সিআইডি জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রেসের মেশিনম্যান সালাম এবং তার খালাতো ভাই জসীম দেশব্যাপী একটি চক্র গড়ে তুলেছেন। এই চক্রে আরো ৫০ জন কাজ করেছে। দীর্ঘ দিনের অনুসন্ধানে পুরো চক্রটিকে চিহ্নিত করেছে সিআইডি তদন্তকারী দল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্ত শুরু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ১২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি, যার মধ্যে গ্রেপ্তার ছিল ৪৭ জন। তাদের মধ্যে ৪৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলা তদন্তকালে ২০১৮ সালে একটি চক্রের সন্ধান পায় সিআইডি।
গত ১৯শে জুলাই পুলিশ এস এম সানোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চাঞ্চল্যকর তথ্য দেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর