ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৯০

প্রয়াত ইরফানকে ভুলেনি তার গ্রাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৯ ১২ মে ২০২০  

বাঙালি স্ত্রী সুতপা সিকদারের কল্যাণে মাছ ভাত খেতে ভালোবাসতেন বলিউডের প্রয়াত আন্তর্জাতিক তারকা ইরফান খান৷ সুতপা যদিও মূলত আসামের মেয়ে, তবু বাংলাকে ভালোবাসতেন ইরফান৷ কিন্তু তিনি জানতেন না তাঁর সাবেক গ্রাম লগতপুরি তাঁকে ভালোবাসে আরও অনেক বেশি৷ না বাসার অবশ্য কারণ ও নেই৷ নিজের জন্মস্থানের জন্যে ইরফান নিজেকে উজাড় করে দিয়েছেন৷ লগতপুরিতে বিদ্যুৎ এর ট্রান্সফরমার বসানোর পিছনে ইরফান এর অবদান আছে৷ গ্রামের স্কুল, লাইব্রেরির জন্যে মুক্ত হস্তে দান করেছেন তিনি৷ বহু দুঃস্থ কিশোরকে কিনে দিয়েছেন কম্পিউটার৷ এমনকি এই গ্রামে একটি বাড়িও কিনেছিলেন ইরফান অবসর কাটানোর জন্যে৷ লগতপুরি প্রার্থনা করেছিল ইরফানের আরোগ্যের জন্যে৷ সেই প্রার্থনা বিফলে গেছে ঠিকই৷ কিন্তু গ্রামপ্রধানরা বসে ঠিক করেছেন ইরফানকে তাঁরা অমর করে রাখবেন লগতপুরির মধ্যে দিয়ে৷ 
তাই তাঁরা লগতপুরি নামটাই পাল্টে দিয়েছেন৷ এই গ্রামের নাম এখন থেকে - হিরো চি ওয়াদি, মারাঠি ভাষায় যার অর্থ হিরোর প্রতিবেশী৷ লগতপুরিতে কোনো সিনেমা হল নেই ইরফান এর ছবি এলেই লগতপুরির বাসিন্দারা তিরিশ কিলোমিটার দূরে নাসিকে গিয়ে সেই ছবি দেখতেন৷ সেই হিরো মৃত্যুর পরে তাদের প্রতিবেশী হয়ে গেলেন৷ চিরতরে৷

জীবনের গল্প বিভাগের পাঠকপ্রিয় খবর