ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৪৯

ফণী’র আঘাতে নিহত ৪, আহত ৬৩

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৫ ৪ মে ২০১৯  

ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে উপকূলীয় এলাকায় ৪ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’র সবশেষ অবস্থা ও প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল এ তথ্য জানান ।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে বরগুনায় ২ জন, ভোলা ও নোয়াখালীতে ১ জন করে মোট ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৬৩ জন।

ফণী’র ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, মোট ক্ষয়ক্ষতি কত হয়েছে সেই হিসাব এখনো আমাদের কাছে নেই। আমাদের ২৪ ঘণ্টা সময় দিন। সারাদেশের বিভিন্ন স্থানে যে ক্ষয়ক্ষতি হয়েছে এর হিসাব আপনাদের জানাবো।

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম, তথ্য সচিব আব্দুল মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, প্রধান তথ্য অফিসার জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর