ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৫৪

‘ফণী’র কারণে পেছালো ৪ মে’র এইচএসসি পরীক্ষা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১১ ২ মে ২০১৯  

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে ৪ মে’র (শনিবার) এইচএসসি ও সমমানের নির্ধারিত সব পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা  ১৪ মে ( মঙ্গলবার) যথাসময়ে সময়ে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

রুটিন অনুযায়ী আগামী ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথমপত্র এবং ইসলাম শিক্ষা পরীক্ষা ছিল। আর বিকেলে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জীববিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) পরীক্ষা হওয়ার কথা ছিল।

পরিবর্তীত রুটিনে ওই দিনের পরীক্ষাগুলো আগামী ১৪ মে একই সময়ে অনুষ্ঠিত হবে।

ঘূর্ণিঝড় ‘ফণী’ আগামী শুক্রবার ভারতের ওড়িশা হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। এজন্য দেশের উপকূলীয় ১৯ জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবধরনের ছুটি বাতিল করা হয়েছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর