ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭২৩

সুন্দরবনে রাসমেলা শুরু রোববার

ফাঁদ-দা-চুলাসহ ৬০ হরিণ শিকারি আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৪ ৫ নভেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

ফাঁদ পেতে হরিণ শিকার করেন তারা সুন্দরবনে। এমন অপরাধে ফাঁদ ও ৩টি ট্রলারসহ ৬০ হরিণ শিকারিকে আটক করলো বন বিভাগ। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটকদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, দা, কুড়াল ও চুলাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন বনরক্ষীরা। এদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বলেন, রাস মেলা উপলক্ষে কয়েকজন হরিণ শিকারের জন্য সংঘবদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই সুন্দরবনে যাচ্ছিল - এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়মনি এলাকায় অভিযান চালায় বন রক্ষীরা। এ সময় তিনটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের তাড়া করে ট্রলার জব্দ করা হয়। ট্রলার তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ, দা, কুড়াল, চুলাসহ ৬০ জন শিকারিকে আটক করা হয়। আটকদের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে রাখা হয়েছে। 

আসছে ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব হবে। এসব চোরা শিকারী  রাস মেলা উপলক্ষে হরিণ শিকার করতে সুন্দরবনে ঢোকে বলে দাবি করেন ওই বন কর্মকর্তা।

রাস মেলায় অংশ নেয়ার জন্য ১০ নভেম্বর থেকে বনবিভাগের অনুমতি দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই চোরা শিকারীদের কাছে বনবিভাগের কোনো পাশ পারমিট নেই।