ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫১২

ফাইজারের সাফল্য ও বাইডেনের জয়ে বিশ্ব শেয়ারবাজার চাঙ্গা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪০ ১১ নভেম্বর ২০২০  

আশা জাগিয়েছে, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার এবং জার্মান সংস্থা বায়োটেক। গেল সোমবার তারা ঘোষণা দিয়েছে, তৃতীয় ধাপে তাদের টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯০% কার্যকর হয়েছে। 

 

এর দিন তিনেক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন জো বাইডেন। বিদায়ঘণ্টা বেজেছে ডোনাল্ড ট্রাম্পের।

 

এই দুই খবরে বিশ্ব শেয়ারবাজার চাঙ্গা হয়েছে। বুধবার (১১ নভেম্বর, ২০২০) কমবেশি বিশ্বের সব মার্কেটে শেয়ারের দাম বেড়েছে। 

 

নিউইয়র্ক ভিত্তিক ডাও জোন্স সূচক বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। তবে টেক জায়ান্ট নাসডাক সূচকের পতন হয়েছে ১.৪ শতাংশ। 

 

লন্ডন স্টক এক্সচেঞ্জ এফটিএসই ১০০ সূচক বেড়েছে ১.৮ শতাংশ। গেল সোমবার তা বৃদ্ধি পায় ৫% পর্যন্ত।

 

আমেরিকা-ইউরোপের মতো এশিয়ার শেয়ারবাজারেও একই প্রভাব দেখা গেছে। 

 

জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ১.০৪ শতাংশ।  সেখানে ব্রোডার টোপিক্স সূচক বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ১৬ শতাংশ।

 

হংকং স্টক এক্সচেঞ্জের বেড়েছে ৫ শতাংশ। তবে চীনের দ্বিতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ শেনজেন কম্পোজিট সূচক পড়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ।