ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৪৫

ফারুক আমার মামু, তারে জিতাইতে কাজ করতাছি: ডিপজল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৬ ২৪ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন সিনেঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সেই আসনে তিনি প্রতিটি মানুষের মাঝে জনপ্রিয় নেতা বলেও জানিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু শেষ পর্যন্ত মনোয়নয়ন পাননি ডিপজল। 

তবে মনোনয়ন না পেলেও নির্বাচনের মাঠে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেতা। ঢাকা ১৭ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অভিনেতা ফারুকের নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে তাকে।

তিনি বলেন, দল মত নির্বিশেষে ফারুককে সবার ভোট দেয়া উচিত।

ডিপজল বলেন, ফারুক আমার মামু, তারে আমি মামু কই। তার লগে আমার খুবই ভালো সম্পর্ক। তারে জিতাইতে কাজ করতাছি। মানুষের দ্বারে দ্বারে যাইয়া আমার মামুর জন্য ভোট চাইতেছি। আশা করি, গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট এলাকার জনগণ আমার মামুরে ভোট দিয়া নির্বাচিত করব।

তিনি বলেন, ফারুক মামুর সঙ্গে আমার সম্পর্ক বহুত দিনের। ২০ বছরের বেশিই হইব। তাই তার পক্ষে আমি মাঠে নামছি। মানুষের কাছে গিয়া ভোট চাইতাছি। মামুরে জিতাইতে হইব।

ডিপজল ছাড়াও জায়েদ খানসহ বেশ ক’জন চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী ফারুকের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর