ঢাকা, ০৪ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১
good-food
৮৭৩

ফাস্টফুডে শিশুর মারাত্মক ক্ষতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৯ ২১ এপ্রিল ২০২১  

বাইরের মুখরোচক বিশেষ করে বিভিন্ন অলিগলিতে গড়ে ওঠা ফাস্টফুডের দোকানের খাবার খেয়ে বাড়ছে রোগবালাই। শুধু শিশুরাই নয়, তাদের অভিভাবকদেরও প্রিয় ফাস্টফুড।


এসব খাবারে মেশানো হয় নানা ধরনের কেমিক্যাল । চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, ফাস্টফুডে একদিকে যেমন অর্থের অপচয়, অন্যদিকে রয়েছে জটিল রোগের ঝুঁকি। এ অবস্থায় অস্বাস্থ্যকর খাবার না খাওয়ার পরামর্শ তাদের।


তারা বলছেন, স্বাদ বাড়াতে খাবারে মেশানো হয় ক্ষতিকর রং। তাই সাবধানী হওয়ার পরামর্শ রইল।


মাঝে মাঝে এসব ফাস্টফুডের দোকানে ভেজালবিরোধী অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে ক্ষতিকর কেমিক্যাল পাওয়া গেছে বলে জানান তারা।