ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১১

ফিলিপাইনে আঘাত হেনেছে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৭ ১ নভেম্বর ২০২০  

এশিয়ার বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গনি’ ফিলিপাইনে আঘাত হেনেছে। রোববার (১ নভেম্বর) দেশটির কাতানদুয়ানেস দ্বীপে এটি আঘাত হানে। এতে ভূমিধসের ঘটনা ঘটেছে। তবে হতাহতের সংবাদ পাওয়া যায়নি। খবর বিবিসির।

 

ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার। এতে কবলিত এলাকায় বৃষ্টির কারণে হালকা বন্যার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ‘গনি’ লুজোন দ্বীপ অতিক্রম করেছে। এখানেই ফিলিপিনো রাজধানী ম্যানিলা অবস্থিত। সতর্কতাস্বরূপ সেখান থেকে অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে।

 

ফিলিপাইনের সরকারি কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড় ‘গনির’ প্রভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টায় লুজোন ও কাতানদুয়ানেসে প্রবল ঝড়বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

 

‘গনির’ ফিলিপিনো নাম ‘রলি’। এ্রর আগে ২০১৩ সালে দেশটিতে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হাইয়ান‘। সেই ঝড়ে ৬ হাজারের বেশি মানুষ মারা যান। ‘রলিকে’ সেটির চেয়েও শক্তিশালী ঘূর্ণিঝড় বলা হচ্ছে।  

 

ফিলিপাইনে ঘূর্ণিঝড় সাধারণ ঘটনার মতো। প্রতিবছর দেশটিতে কমপক্ষে ২০টি ঘূর্ণিঝড় আঘাত হানে। গেল সপ্তাহে সেখানে ঘূর্ণিঝড় ‘মোলাভ’ আঘাত হানে। তাতে ২২ জনের মৃত্যু এবং ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর