ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
৪৩২

ফেব্রুয়ারিতে অক্সফোর্ডের টিকা আনবে বেক্সিমকো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫০ ১৩ জানুয়ারি ২০২১  

বেক্সিমকো আগামী ফেব্রুয়ারি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন বেসরকারিভাবে বাজারজাত শুরু করতে পারে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

 

বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা রয়টার্সকে বলেছেন, প্রতিষ্ঠানটি ৫০ লাখ ডোজ টিকা প্রায় চার ডলার করে সেরাম ইনস্টিটিউট থেকে কিনছে, যা তারা বাংলাদেশ সরকারকে দেবে। ওই টিকাগুলো চলতি বছরের মাঝামাঝি নাগাদ সরবরাহ করবে। সেরাম ইনস্টিটিউট চলতি মাসের শেষদিকে সরকার ও ব্যক্তিপর্যায়ে বিক্রির জন্য টিকার ডোজ সরবরাহ করবে।

 
রয়টার্স জানায়, বাজারে বিক্রির উদ্দেশে প্রায় ৮ ডলার দরে ৩০ লাখ ডোজ টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনবে বেক্সিমকো। এগুলো দেশের বাজারে ১৩ দশমিক ২৭ ডলার বা এক হাজার ১২৫ টাকা করে বিক্রি করবে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার একমাত্র সরবরাহকারী কোম্পানিটি।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর