ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১২ পৌষ ১৪৩১
good-food
৬৯

ফের প্রেমে পড়েছেন পরীমনি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০২ ১৯ নভেম্বর ২০২৪  

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি একবার আবারো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন—এমনটাই প্রকাশ করেছেন তিনি নিজেই। সোমবার ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরী জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি আবারো প্রেমে পড়েছি।’ তার এই উক্তির সঙ্গে যুক্ত করেছেন লাভ ও বাটারফ্লাই ইমোজি, যা দেখে অনেকেই ধারণা করছেন, পরীমনি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন।

 

এটি অবশ্য পরীমনির ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায়। তিনি শোবিজে বেশ কয়েকবার প্রেম, বিয়ে, এবং বিচ্ছেদের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। সাম্প্রতিক সময়ে, শরিফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন পরী। এখন, নতুন প্রেমের খবরে আবারো আলোচনায় তিনি।

 

ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে কারও হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী। যদিও নায়িকার পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ করেননি তিনি।

 

ভিডিওটি দেখার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত পরীমনির ভক্ত-অনুরাগীরা। প্রিয় নায়িকার জীবনে নতুন কারও আবির্ভাব যেন খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন তারা।

 

নেতিবাচক মন্তব্যও ভিড় করেছে পরীমনির কমন্টেসবক্সে। কারণ, বছরজুড়েই নানান সাক্ষাৎকারে নায়িকার মুখে শোনা যায় নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়ানো তার পক্ষে সম্ভব না। দাম্পত্য জীবনে যে কষ্ট সহ্য করেছেন, যে খারাপ সময় পেরিয়ে এসেছেন সেই কাঁটা রাস্তায় আর পা ফেলবেন না তিনি। আর কোনো সম্পর্কের মায়ায় নিজেকে জড়াতে চান না পরীমনি।

 

ডিভোর্সের পর থেকে বারবার একটা কথাই তিনি জানিয়েছিলেন, ছেলে-মেয়ে তার দুটি ডানা। নতুন সম্পর্কের দরকার নেই পরীর। এমনকি ওই মানুষটির ছায়াও আর মাড়াতে চান না তিনি। অথচ বছর না পেরোতেই সুর পালটে ঠিকই নতুন প্রেমে মজেছেন এই নায়িকা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর