ঢাকা, ০৩ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১
good-food
৮৩

ফের ববির বিরুদ্ধে নির্মাতার গুরুতর অভিযোগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৬ ১৮ অক্টোবর ২০২৪  

ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে যেমন খ্যাতি কুড়িয়েছেন, তেমনি নানা বির্তকেও নাম জড়িয়েছে তার। সর্বশেষ নির্মাতাকে মারধরের অভিযোগ উঠে, যা মামলা পর্যন্ত গড়ায়। এবার পরিচালক জয় সরকার ববির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন।

 

পরিচালক জয় সরকার তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘ববি আমার এক প্রযোজকের কাছ থেকে ৪ লাখ টাকা সাইনিং মানি নিয়ে পরবর্তীতে আর সিনেমাটা করেন নাই। এর ফলে প্রযোজকের প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমরা টেকনিশিয়ানরা পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়েছি একমাত্র ববির কারণে।’

 

মূলত, জয় সরকারের ‘আমার হৃদয়ের কথা’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েও কাজটি করেননি বলে অভিযোগ এই নির্মাতার।বিষয়টি নিয়ে পরিচালক জয় সরকার গণমাধ্যমে বলেন, আমি বিষয়টি নিয়ে লোক মারফত ববির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি আমাকে পাত্তাই দেননি। আমি প্রযোজকের সঙ্গে কথা বলছি। উনি আমাকে সকল কাগজপত্র দিলে আইনি ব্যবস্থা নেব।

 

নির্মাতা জয় সরকার আরও জানান, চলতি বছরের ১১ জানুয়ারি বিকেলে ছিল সিনেমাটির মহরত। সেদিন অজানা কারণে মহরতে উপস্থিত হননি ববি। দীর্ঘ ৯ মাস পর কেন ববির বিরুদ্ধে এই অভিযোগ তুললেন জয় সরকার! এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগটি মৌখিকভাবে পরিচালক সমিতিতে জানিয়েছি। শিল্পী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক জায়েদ খানকেও বিষয়টি জানিয়েছিলাম।’

 

এদিকে, পরিচালকের এসব অভিযোগ ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা ববি। জানা যায়, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ফাতেমা কথাচিত্রের প্রথম সিনেমা ‘আমার হৃদয়ের কথা’। যেখানে নায়িকা হিসেবে ববিকে চূড়ান্ত করা হয়। সিনেমাটিতে চুক্তিবদ্ধও হন ববি। আব্দুল মজিদ নামের ওই প্রযোজক এখন প্রবাসে রয়েছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর