ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
১৮২

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩১ ২৩ আগস্ট ২০২২  

দেশে আরেক দফা বোতলজাত ও খোলা সায়াবিন তেলের দাম বাড়ল। মঙ্গলবার (২৩ আগস্ট) থেকে এ নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।

 

নতুন দাম অনুযায়ী, ১ লিটার খোলা সয়াবিন তেলের দাম ৯ টাকা বেড়ে ১৭৫ টাকা, ১ লিটার বোতলজাতের দাম ৭ টাকা বেড়ে ১৯২ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 
তবে খোলা পাম তেলের দাম লিটারে ৩ টাকা কমিয়ে ১৪৫ টাকা ধার্য করা হয়েছে। 

 

গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকরা।

 

এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতলের দাম ২০৫ টাকা এবং ৫ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়।

 

এর আগে কয়েক দফা সয়াবিন তেলের দাম বাড়ে ও কমে।