ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯৩৮

ফেসবুকে ‘টেন ইয়ার চ্যালেঞ্জ’ ট্রেন্ড নিয়ে বিতর্ক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৪ ২০ জানুয়ারি ২০১৯  

সোশ্যাল মিডিয়া ফেসবুকে এখন চলছে টেন ইয়ার চ্যালেঞ্জ ট্রেন্ড। ১০ বছর আগের ছবির সঙ্গে বর্তমানে তোলা পিক কোলাজ করে (একসঙ্গে) পোস্ট করছেন ইউজাররা। 

প্রথমদিকে বিষয়টিকে হালকাভাবে নেন ব্যবহারকারীরা। তবে এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক, সমালোচনা। 

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়িক স্বার্থে এই ট্রেন্ড চালু করেছে ফেসবুক। নিজস্ব ফেশিয়াল রিকগনিশন অ্যালগরিদম উন্নত করতে এমন উদ্যোগ প্রতিষ্ঠানটির। এসব ছবি থেকে তথ্য সংগ্রহ করে সংরক্ষণ করছে এটি। নেপথ্য কারণ আবার মুনাফাও। এর মাধ্যমে বড় অংকের লাভের মুখ দেখবে এ মিডিয়া। 

যদিও বিষয়টি অস্বীকার করেছে ফেসবুক। তাদের ভাষ্য, এ ট্রেন্ড চালুর ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই। এ থেকে আমরা কোনো সুবিধা নিচ্ছি না। কোনো লাভ বা মুনাফা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

তবে পণ্ডিতদের দাবি, এই চ্যালেঞ্জের মাধ্যমে মেশিন লার্নিং উন্নত করছে ফেসবুক। একসঙ্গে পাশাপাশি দুটি ছবি পেয়ে যাচ্ছে। ছবির পরিবর্তনের তথ্য সংরক্ষণ করে রাখছে প্রতিষ্ঠানটি। ফলে পরবর্তীতে ব্যবহারকারী কোনো ছবি আপলোড করলেই স্বয়ংক্রিয়ভাবে ধরতে পারবে তারা।