ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫৮

ফ্রান্স-জার্মানিতে ফের লকডাউন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৮ ২৯ অক্টোবর ২০২০  

ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। তাই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ এড়াতে ফের লকডাউন ঘোষণা করেছে অঞ্চলটির দুই বৃহৎ অর্থনীতির দেশ ফ্রান্স ও জার্মানি।

 

আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) থেকে ফ্রান্সে চার সপ্তাহব্যাপী লকডাউন শুরু হবে। গেলো বুধবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাঁক্রো এ ঘোষণা দেন।

 

ইতিমধ্যে দেশব্যাপী চার সপ্তাহ লকডাউন ঘোষণা করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল। যা শুরু হবে আগামী সোমবার থেকে। এর কয়েক ঘণ্টার মধ্যেই সারাদেশে লকডাউন ঘোষণা করলেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট মাঁক্রো।    

তিনি বলেন, মারণঘাতী করোনা প্রতিরোধে দেশে বিদ্যমান প্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট নয়। তাই নতুন পদক্ষেপ নেয়া হলো। এর আওতায় লোকজন কেবল প্রয়োজনীয় কাজ, নিত্যপণ্য কেনাকাটা কিংবা চিকিৎসার কারণে বাড়ির বাইরে যেতে পারবেন।

 

ফ্রান্সে এই লকডাউনে রেস্তোঁরা এবং বারের মতো অ-প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্কুল ও কারখানা খোলা থাকবে।

 

একইভাবে দ্বিতীয় দফায় করোনা ঝুঁকি এড়াতে আসন্ন লকডাউনে জার্মানিতেও রেস্তোরাঁ, বার ও ক্লাব বন্ধ থাকবে। দেশের জনগণকে বাইরে চলাচল না করে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন মারকেল।

 

তিনি বলেন, সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। লকডাউনে শুধু স্কুল ও কিন্ডারগার্টেন খোলা থাকবে। তবে সেগুলোতে কঠোর সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।

 

ফ্রান্সে কোভিড-১৯ এ দৈনিক আক্রান্ত এপ্রিলের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গেল মঙ্গলবার দেশটিতে করোনায় ৩৩ হাজার মানুষ আক্রান্ত হন।

 

আর মাত্র এক সপ্তাহের মধ্যে জার্মানিতে দৈনিক করোনা সংক্রমণের হার দ্বিগুণ হয়েছে। আগামী সপ্তাহে এই হার প্রতিদিন ৩০ হাজার ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া মরণ রোগের কারণে দেশটিতে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

 

উল্লেখ্য, পুনরায় লকডাউনের কারণে ফ্রান্স ও জার্মানিতে আবার অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর