ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭০৬

বইছে মৃদু দাবদাহ, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৯ ২৭ মার্চ ২০২১  

দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। দুই জেলায় মাঝারি ধরনের দাবদাহ চলছে। এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বৃষ্টির পূর্বাভাসও দেয়া হয়েছে।  

 

আবহাওয়াবিদ আবদুর রহমান খান জানান, ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। রাঙামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে চলছে মাঝারি দাবদাহ।

 

শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়া, ডিমলা ও রাজারহাটে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।