ঢাকা, ২২ ডিসেম্বর রোববার, ২০২৪ || ৮ পৌষ ১৪৩১
good-food
৩৪৭

বইমেলায় বোমা হামলার হুমকি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩৮ ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠিয়েছে আনসার আল ইসলাম। 


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় হুমিকি দিয়ে এই চিঠি পাঠানো হয়। পরে বিকেলে এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।



ডায়েরিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি সকালে আনসার মাওলানা সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি আতঙ্কজনক।

 

জিডির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. জব্বার বলেন, বাংলা একাডেমির পক্ষ থেকে করা জিডিটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

 

বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা বলেন, চিঠিতে বলা হয়েছে- যাত্রাবাড়ীর একটি হোটেলে অবৈধ কার্যকলাপ সংঘটিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয় বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে, তা না হলে অমর একুশে বইমেলায় হামলা চালানো হতে পারে।

 

তিনি বলেন, আমরা নিরাপত্তার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। শাহবাগ থানায় জিডি করা হয়েছে।