ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৭৫

বকেয়া বেতনের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বিক্ষোভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫০ ২০ সেপ্টেম্বর ২০২২  

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে  এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। 

 

নির্মাণ শ্রমিকরা অভিযোগ করে বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের নিয়মিত বেতন দেয় না। বেতন দিলে নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলে। আমরা নিজেরাই জানি না কেন টাকা কেটে ফেলে। এছাড়া আমাদেরকে নানাভাবে নির্যাতনও করা হয়।

 

তারা বলেন, এই আন্দোলন থেকে আমাদের দাবি, যেন দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা হয়। এছাড়া প্রতি মাসে নিয়মিত বেতন দিতে হবে এবং কোনো টাকা কাটা যাবে না। দাবি না মানলে আমরা কাজে ফিরে যাব না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর