ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৩২০

বগুড়ার নন্দীগ্রামে দুই ডাকাত আটক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৫ ২৩ জুলাই ২০২০  

বগুড়ার নন্দীগ্রামে গত ২২ জুলাই বুধবার রাত আনুমানিক ৩টায় নন্দীগ্রাম পৌরসভার ফোকপাল রোডে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ২জনকে আটক করে পুলিশ।

 

জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার ফোকপাল গ্রামের ইউনুস আলী (৩৩) ও শফিকুল ইসলাম (২৮) উভয়ের পিতা আবু জাফের তাদের কাছে থাকা ১টি ধারালো হাঁসুয়া ও ১টি চাইনিজ কুড়ালসহ আটক করা হয় এবং কাথম গ্রামের সোবাহান আকন্দের ছেলে আবুল কালাম আজাদ পালিয়ে যায়।

 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক চাঁন মিয়ার সাথে কথা বললে তিনি জানান, রাতে আমরা ডিউটি অবস্থায় তাদেরকে আটক করি এবং তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা ও অস্ত্র মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এবং পলাতক আসামীকে আটক করার জোর প্রচেষ্টা অব্যহত রয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর