ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৩৪

বগুড়ার নন্দীগ্রামে প্রান্তিক চাষিদের দেয়া হচ্ছে কৃষি প্রণোদনা

নন্দীগ্রাম, বগুড়া:

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৬ ২০ এপ্রিল ২০২০  

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।

নন্দীগ্রাম, বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এ মৌসুমে উফসী আউশ ধান চাষে প্রণোদনার লক্ষ্যে আজ (২০ এপ্রিল), কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের উদ্বোধন করার পর কৃষকদের মাঝে কৃষি সামগ্রী দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুরুল ইসলাম, কৃষি অফিসার মোঃ আদনান বাবু, কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের।

এ মৌসুমে উপজেলার প্রায় ২ হাজার ৩০০ আউশ চাষি ও ১০ জন পেঁয়াজ চাষিসহ মোট ২ হাজার ৩১০ জন প্রান্তিক চাষিকে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারণে এ বিতরণ অনুষ্ঠান সামাজিক দূরত্ব রেখে কার্যক্রম শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার তার বক্তব্যে কৃষকদের উদ্দেশে বলেন, প্রদানকৃত বীজ ও সার যেন যথাযথ কৃষি কাজে ব্যবহার করা হয়।