ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫০২

বগুড়ার শেরপুরে তৈরী যন্ত্র ‘জীবানুমুক্ত গেট’

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৯ ৭ মে ২০২০  

বগুড়ার শেরপুরে তৈরী যন্ত্র দিয়ে মোটর সাইকেল জীবানুমুক্ত করে পার হচ্ছেন একজন চালক।  ছবি: লাইফটিভি২৪

বগুড়ার শেরপুরে তৈরী যন্ত্র দিয়ে মোটর সাইকেল জীবানুমুক্ত করে পার হচ্ছেন একজন চালক। ছবি: লাইফটিভি২৪

গার্মেন্টস, ফ্যাক্টরি ও শপিং মলসহ বড় বড় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি যেকোন বস্তু জীবানুমুক্ত করার জন্য দেশিয়ভাবে স্যানিটাইজিং গেইট বানিয়েছে বগুড়ার গ্রিন টেক কর্পোরেশন নামক একটি প্রতিষ্ঠান। এ গেট দিয়ে শুধু মানুষ নয় জীবানুমুক্ত করা যাবে বড় বড় গাড়িও।

 

মানুষসহ যেকোন যন্ত্র জীবানুমুক্ত করতে পারা এই মেশিন দেশের বাইরে থেকে আমদানী করতে খরচ পড়ে ১০-১২ লক্ষ টাকা। সেখানে দেশে বানাতে এই মেশিনে খরচ হচ্ছে প্রায় আড়াই লাখ টাকা। সাধারণভাবে যেসব গেইট দেখা যায় সেখানে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। ফলে মানবদেহের ক্ষতির আশংকা থাকে। কিন্তু এই যন্ত্রে ব্যবহার করা হচ্ছে পানি ও ডেটল বা স্যাভলন জাতীয় জীবানুনাশক। এটি জলীয়বাষ্প তৈরীর মাধ্যমে জীবানুমুক্ত করা হয় মানবদেহে এবং যানবাহনে।

 

ইতিমধ্যেই বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই মেশিনের অর্ডার দিয়েছে বলে জানিয়েছে প্রস্তুতকারকরা।

হাত না ধুয়েই জীবানুমুক্ত হওয়া যায় এ গেট দিয়ে পার হলে। একজন পথচারী নিজেকে জীবানুমুক্ত করে পার হচ্ছেন। ছবি- লাইফটিভি২৪

বগুড়ার শেরপুরের গ্রেন টেক কর্পোরেশনের সত্ত্বাধিকারী আরিফুর রহমান জানান, এই মেশিনের মাধ্যমে খুব দ্রুত সময়ে ২০ থেকে ২৫ হাজার মানুষ জীবানুমুক্ত হতে পারবে। এছাড়াও বড় বড় শিল্প কারখানার ট্রাক ও ব্যক্তিগত গাড়িও একই সাথে জীবানুমুক্ত করা যাবে। এই যন্ত্র মানুষের শরীর না ভিজিয়ে জীবানুমুক্ত করায় সবার পছন্দ এটি।

 

এই গেট দিয়ে পারাপার হওয়া একাধিক ব্যক্তির সাখে কথা বললে, তারা বলেন এটি একটি ভাল যন্ত্র যা শরীর না ভিজিয়েই জীবানুমুক্ত করে। তবে এই যন্ত্র শহরের বিভিন্ন স্থানে বসানোর পাশাপাশি যদি গ্রামেও এটি স্থাপন করা যায় তাহলে অনেক মানুষই এর সুফল পাবে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর