ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৬২৫

বগুড়ার সেই আলোচিত ধর্ষক হাফেজ গ্রেফতার

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৫ ১২ জুলাই ২০২০  

বগুড়ার একটি উপজলোর ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ এর (ক) ধারায় থানায় দায়রেকৃত মামলায় ধর্ষককে গ্রফেতার করেছে থানা পুলিশ।

 

জানা গেছে, গত ১১ জুলাই থানার অফসিার ইনর্চাজ মোহাম্মদ শওকত কবরিরে নতেৃত্বে পুলিশের একটি দল অভিযান করে নওগাঁ জেলার সদর থানা এলাকার দিঘিপাড়া গ্রামে তার এক আত্বীয়ের বাড়ি থেকে হাফেজ রুহুল কুদ্দুসকে গ্রফেতার করেছে।

 

গত তিন মাস আগে পঞ্চম শ্রেণির ওই ছাত্রী একই গ্রামের এক শিক্ষকের বাড়িতে আরবী পড়তে যায়। পড়া শেষে সবাইকে ছুটি দিলেও শিক্ষক শিশু মেয়েটিকে ছুটি না দিয়ে ছবক দিবেন বলে তাকে বসতে বলে। অন্য শিশুরা চলে যাওয়ার পরে সে মেয়েটিকে জোরর্পূবক মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে।

 

এক পর্যায়ে ধর্ষণের কথা কারো কাছে বললে মেরে ফেলার হুমকী দেয়ায় ঘটনাটি কাউকে না বলে চুপ থাকে। হঠাৎ মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বাবা-মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়।

 

গত ৪ জুলাই শিশুটির আল্ট্রানোগ্রাম করা হলে ৩ মাসের গর্ভবতী বলে উল্লখে করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড় ও ক্ষোপের সৃষ্টি হয় এবং পুরো এলাকা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

 

এ বিষয়ে থানায় উক্ত মামলার তদন্তকারী অফিসার এস আই ফারুক হোসনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, যেহেতু এটি একটি আলোচিত ঘটনা তাই আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে দিন-রাত পরিশ্রমের মাধ্যমে আসামীকে গ্রফেতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করি।  তিনি আরও বলেন, মেয়েটি (২২) ধারায় জবানবন্দীও দিয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর