ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৭৪৯

বগুড়ায় অর্ধকোটি টাকার ডলারসহ দু`জন আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৫ ৬ জানুয়ারি ২০২০  

ইউএস ডলারসহ আটক ফরিদুল ইসলাম ও কার্তিক সরকার। ছবি লাইফটিভি২৪.কম

ইউএস ডলারসহ আটক ফরিদুল ইসলাম ও কার্তিক সরকার। ছবি লাইফটিভি২৪.কম

বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকা থেকে  ৬২ হাজার ১৫০ ডলার ও ৫৭ হাজার টাকাসহ দু'জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন, সাভারের আশুলিয়ার মৃত রবীন্দ্রনাথের ছেলে কার্তিক সরকার (৪৫) ও সিরাজগঞ্জ সদরের রাজা আলী শেখের পুত্র ফরিদুল ইসলাম (২২)।

বিপুল পরিমাণ হিরোইন পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সোমবার বগুড়ার শেরপুরে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম শেরপুরের গাড়ই এলাকার ঘোগা ব্রিজের কাছে প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ২৬০৮৫৭) আটক করে তল্লাশি চালায় মাদকদ্রব্য অধিদপ্তরসহ জেলা প্রশাসন, পুলিশ ও র‍্যাবের সম্মিলিত বাহিনী। হিরোইন না পাওয়া গেলেও বিপুল পরিমাণ মার্কিন ডলার ও বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।  

বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মেহেদী হাসান জানিয়েছেন, হিরোইন পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তল্লাসি করলে তাদের কাছ থেকে ইউএস ডলার ও বাংলাদেশি টাকাসহ ৩টি মোবাইল ফোন ও একটি প্রাইভেট পাওয়া যায়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করে ও তাদের পুলিশের কাছে সোপর্দ করে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর