ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩৩১

বগুড়ায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ ১৪ জন আটক

রিপন দাস, বগুড়াঃ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪২ ১৬ জানুয়ারি ২০২০  

বগুড়ার সদরে অভিযান চালিয়ে ১৪ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা সময় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অসমাপ্ত বাইপাসের পাঁকা রাস্তার শেষ প্রান্ত থেকে ফারুক হোসেনের আমবাগানের ভিতরে অভিযান চালিয়ে ৫০ লিটার চেলাইমদসহ ৫ জনকে আটক করা হয়। 
আটককৃতরা হলেন, ধুনট উপজেলার গোসাইবাড়ী গ্রামের মৃত হারুন-অর-রশিদের ছেলে মোঃ পিয়াল সরকার (২৯),  শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার মোঃ রাজু হোসেনের ছেলে মোঃ রিমন হোসেন (১৯), সদরের উপজেলার ধাওয়াপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে মোঃ হেলাল হোসেন (২০), মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ রেজাউল করিম (২০), সুত্রাপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আইনুল হক (৪৫)।      
অপরদিকে রাত প্রায় ৮টার সময় জেলা সদরের নিশিন্দারা ট্যাংকির ব্রীজ মোড়স্থ ছোট কুমিড়াগামী পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুত্রাপুর এলাকার মোঃ মুন্তাজুর রহমানের ছেলে মোঃ মাসুম রহমান (২৬) ও মোঃ রাজ্জাক শেখের ছেলে  মোঃ তারেক শেখ (৩২), ধাওয়াপাড়া এলাকার মোঃ সিরাজ মজুমদারের ছেলে মোঃ সুজন মজুমদার (২৮), চেলোপাড়ার মোঃ জহুরুল ইসলামের ছেলে মোঃ সুমন মিয়া (২৩), ও  মৃত রকিব উদ্দিনের ছেলে মোঃ রাকিব হোসেন (২৮), উত্তর চেলোপাড়ার-মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ খোকন মিয়া (২৯), সাবগ্রাম এলাকার মোঃ আঃ সালাম প্রাং এর ছেলে মোঃ আপেল প্রাং (২৮), সেউজগাড়ীর মৃত আজিজ মোল্লার ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৫), কালিবালা এলাকার মৃত আব্দুস সামাদ মোঃ হারেজ মন্ডল (৩০),  এদের থেকে ০২টি ছুরি, ০২টি এন্ট্রি কার্টার, ০১টি প্লাস, ০১টি টেষ্টার, ০১টি স্ক্রু ড্রাইভার, ০১টি রেঞ্জ এবং ০৪টি ডাল উদ্ধার করা। 
জানা গেছে, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতা, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর