ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৬৪৬

বগুড়ায় র‌্যাবের অভিযানে ৬০ বস্তা ভেজাল খেজুর জব্দ

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৭ ২৭ এপ্রিল ২০২০  

বগুড়ার কাহালু উপজেলার মুরইল এলাকার নিউ আফরিন কোল্ড স্টোরেজ থেকে র‌্যাব অভিযান চালিয়ে ৬০ বস্তা ভেজাল খেজুর জব্দ করে। পরে করতোয়া নদীতে ফেলে দেয়া হয়।

বগুড়ার কাহালু উপজেলার মুরইল এলাকার নিউ আফরিন কোল্ড স্টোরেজ থেকে র‌্যাব অভিযান চালিয়ে ৬০ বস্তা ভেজাল খেজুর জব্দ করে। পরে করতোয়া নদীতে ফেলে দেয়া হয়।

রিপন দাস, বগুড়াঃ বগুড়ায় র‌্যাবের অভিযানে ৬০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। আজ সোমবার (২৭, এপ্রিল) সাড়ে ১১টার সময় বগুড়ার কাহালু উপজেলার মুরইল থেকে জব্দ করা হয় এ ভেজাল খেজুর।

 

র‌্যাব জানায়, ওই এলাকায় নিউ আফরিন কোল্ড স্টোরেজে ২৪শ কেজি খেজুর মজুদ করে রেখেছে। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম ও জেলা প্রশাসনের সহযোগীতায় র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রওনক আলী অভিযান চালায়।

 

মুরইলের বড়ভাদাহার গ্রামের মোঃ খলেছার রহমানের ছেলে মোঃ আনোয়ার হোসেনকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনার সময় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মেয়াদোত্তীর্ণ খেজুর পরে করতোয়া নদীতে ফেলে দেয়া হয়।

 

রজমান উপলক্ষ্যে খাদ্যে ভেজালের বিরুদ্ধে র‌্যাবের এ ধরণের কার্যক্রম চলমান থাকবে বলে জানান, র‌্যাব কোম্পানী কমান্ডার মোঃ রওশন আলী।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর