ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৪৯৪

বগুড়ায় ১২শ কোটি টাকার চেকসহ ‘যুবলীগ নেতা’ গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২১ ১৩ আগস্ট ২০২০  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া দুটি প্রতিষ্ঠানের নামে পেজ খুলে ঋণ পাইয়ে দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে মো. রাব্বী শাকিল (৩২) ওরফে ডিজে শাকিল নামে এক যুবকসহ তিনজনকে গ্রেফতার করেছে বগুড়া পুলিশ। গ্রেফতারকৃত শাকিল নিজেকে সিরাগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের সহ-সভাপতি বলে দাবি করেছেন। গ্রেফতারের তাদের কাছ থেকে  এক হাজার ২০১ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকার ভুয়া চেক, সামরিক বাহিনীর ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র ও জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

 বুধবার বিকেলে ওই তিনজনকে সিরাজগঞ্জের তাড়াশ থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা ফেসবুকে ‘রিশান ইন্টারন্যাশনাল’ ও ‘ইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিস’ নামে দুটি পেজ খুলে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলেন। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর