ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৮৩১

বগুড়ায় ১৭৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৩ ২৬ জুন ২০২০  

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৫ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক ১০.৩০ টার সময় বগুড়ার সোনাতলা উপজেলার সোনাতলা বাজারে গাড়ীতে অভিযান চালিয়ে ১৭৫ কেজি গাঁজা উদ্ধার করেছে।

আটককৃত জীপ চালক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ফুলমতি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ মাহফুজার রহমান মাসুম (৩৮)।

 

এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল দুটি সীম ও নগদ ৫শ টাকা ও (ঢাকা মেট্রো-ঘ-১১-৭৭৭৪) একটি জীপ আটক করা হয়েছে।

র‌্যাব কর্মকতারা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর