ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৮৪২

বগুড়ায় ৫ম শ্রেণীর শিক্ষার্থী অন্ত:সত্ত্বা, ধর্ষক পলাতক

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩২ ১০ জুলাই ২০২০  

বগুড়ার একটি উপজেলায় ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী অন্ত:সত্ত্বা হয়েছে।

 

জানা গেছে, পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী একই গ্রামের এক শিক্ষকের বাড়িতে আরবী পড়তে যায়। পড়া শেষে সবাইকে ছুটি দিলেও শিক্ষক শিশু মেয়েটিকে ছুটি না দিয়ে ছবক নিবেন বলে তাকে বসতে বলে। অন্য শিশুরা চলে যাওয়ার পরে সে শিশু মেয়েটিকে জোরপূর্বক মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে।

 

এক পর্যায়ে ধর্ষণের কথা কারো কাছে বললে তাকে মেরে ফেলার হুমকী দেয়া ঘটনাটি কাউকে না বলে চুপ থাকে। প্রাণ নাশের ভয়ে শিশু মেয়েটি বাড়ির কাউকে জানায়নি। হঠাৎ মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বাবা-মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়।

 

গত ৪ জুলাই শিশুটির আল্ট্রানোগ্রাম করা হলে রিপোর্টে ৩ মাসের গর্ভবতী বলে উল্লেখ করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয় এবং পুরো এলাকা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

 

এক পর্যায়ে গত ৮ জুলাই গ্রামের মাতব্বররা ৫ লাখ টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শিশুর বাবা রাজী না হয়ে আইনের আশ্রয় নেয়। এ বিষয়ে থানার এস আই চাঁন মিয়ার সাথে কথা বললে তিনি জানান উক্ত ঘটনায় এক জনের নামে মামলা হয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর