ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৩০

বগুড়ায় ৬ শ’ পরিবারে মুরগি দিলেন উপজেলা চেয়ারম্যান

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৩ ৬ মে ২০২০  

বগুড়ার শাজাহানপুরে কর্মহীনদের মাঝে মুরগি বিতরণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।

বগুড়ার শাজাহানপুরে কর্মহীনদের মাঝে মুরগি বিতরণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।

করোনা পরিস্থিতিতে কর্মহীনদের পুষ্টির চাহিদা মেটাতে এবার ত্রাণ হিসেবে মুরগি দিয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন ছান্নু।


আজ ৬ মে উপজেলা চত্বরে কর্মহীন প্রায় ৬০০ পরিবারের মাঝে মুরগি বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার কর্মহীন এসব পরিবারের পুষ্টির চাদিহা বিবেচনা করে ও এলাকায় পোল্ট্রি শিল্পকে ক্ষতির পরিমাণ কমাতে এসব মুরগি বিতরণ করা হয়েছে। গরীব ও অসহায় মানুষের পুষ্টি চাহিদা মেটাতে চাল ও ডালের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ নেন এই জনপ্রতিনিধি।


ত্রাণ হিসেবে এর আগে তিনি ১ হাজার ২০০ পরিবারে ৫টি করে ডিম দেন। এছাড়াও সবজি ও মাছ বিতরণ করেন। 


তবে তিনি এর পর বিভিন্ন খামারী থেকে গরুর দুধ সংগ্রহ করে কর্মহীন পরিবারের মাঝে  বিতরণ করবেন বলে জানান।


এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু জানান, “উপজেলার বিভিন্ন এলাকা থেকে চাল, ডাল ও তেলের পাশাপাশি অন্যান্য কিছু পান এসব মানুষ। কিন্তু এসব খাদ্য সামগ্রী একাধিকবার পেলেও পুষ্টিকর খাবার তারা তেমন পাচ্ছেন না অর্থের অভাবে। পোল্ট্রি খামারী ও দুগ্ধ খামারীদের কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে এদের কাছ থেকে এসব কিনে কর্মহীনদের মাঝে ত্রাণ দিলে যেমন খামারীরা বাঁচবে তেমনি পুষ্টির চাহিদাও মিটবে অসহায় পরিবারে। 


এ ত্রাণ কার্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।  


 

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর