ঢাকা, ২৩ এপ্রিল বুধবার, ২০২৫ || ৯ বৈশাখ ১৪৩২
good-food
৫০৭

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের রেকর্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৪ ১২ মে ২০২১  

ডেস্ক নিউজ: বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে  ২৪ ঘণ্টায় । আর এসময়ে সেতুর পশ্চিম ও পূর্ব পাড় টোলপ্লাজা থেকে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে দুই কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা। যা গত ২৪ ঘণ্টার চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি।

 

মঙ্গলবার ভোর ৬টা থেকে  বুধবার ভোর ৬টা পর্যন্ত সময়ে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৫১ হাজার ৯৪২টি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়েছে। এর আগে সোমবার টোল আদায় হয়েছিল দুই কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।

 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে জানান, সেতুতে প্রতিদিনই টোল আদায় বাড়ছে। তবে তুলনামূলক কম ছিল বাস পারাপার। আজও সকাল থেকেই প্রচুর গাড়ি সেতু দিয়ে পার হচ্ছে।

 

এদিকে গাড়ির ভীড় বাড়ার কারনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। বুধবার থেকে দুরপাল্লার যান চলাচল শুরু হওয়ায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।