ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
১১৮৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত এমপিদের শ্রদ্ধা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৮ ৪ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। 

আজ শুক্রবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে নবনির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আবার শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় দলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা।

গত ৩০ ডিসেম্বর সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট অভাবনীয় বিজয় অর্জন করে। এরপর গত বৃহস্পতিবার শপথ নেন নবনির্বাচিত সাংসদ সদস্যরা। শপথ নেয়ার পর আজ তারা   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন।