বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং ধর্মভিত্তিক রাজনীতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৩ ৫ ডিসেম্বর ২০২০
বর্তমানে রাষ্ট্র ও সমাজ, জনগণ গভীর এক প্রশ্ন তথা সঙ্কটের সম্মুখীন হয়েছে। সাম্প্রদায়িকতা কি, এটি বলতে আমরা কি বুঝি? এ দুই প্রশ্নের দোলাচালে হয়তো আপাতদৃষ্টিতে নিত্যকার যাপিত জীবনধারণে কোনও অসুবিধা না হলেও জাতির মগজে মননে এবং জ়ীবনে সুকৌশলে উগ্রবাদ, প্রতিক্রিয়াশীল চিন্তার উন্মেষ ঘটচ্ছে।
এ ‘সাম্প্রদায়িকতা’ শব্দটিকে কেন্দ্র করে ধর্মজীবীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ধর্মের দোহাই দিয়ে নানা অপব্যাখ্যা করে জাতীয় জ়ীবনে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি ঘটানোর পায়তারা করছে। সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা এক অশনি সঙ্কেতের প্রকাশ।
সেইসঙ্গে প্রত্যক্ষ করা যায় এটি শুধু কোনও ধর্মীয় বির্তক এবং রীতিনীতিকেই উস্কে দেয়া নয়, বরং এখানে এক নিগুঢ় ষড়যন্ত্র সুস্পষ্ট। এ আঘাত, এ ধৃষ্টতা অসাম্প্রদায়িক বাংলাদেশ ও ধর্মনিরপেক্ষ চেতনার উপর সরাসরি আক্রমণ। সুতরাং এর গভীরে যেতে হলে উপরিউক্ত প্রশ্ন দুটি নিয়ে শুরু করা যাক। সাম্প্রদায়িকতা বলতে কি বুঝায়? এটি বলতে আমরা কি বুঝি?
সাম্প্রদায়িকতা একটি মনোবৃত্তি। যে থেকে সৃষ্টি হয় এবং অবশ্যই বিকাশ ঘটে মানুষের ব্যক্তি ও সামাজিক পরিসরের একটি নির্দিষ্ট সংস্কৃতি। কালের বিবর্তনে যে সংস্কৃতি হয়ে ওঠে গোষ্ঠীবদ্ধ মানুষের সামাজিক ও সাম্প্রদায়িক ঐতিহ্য। যাকে আমরা বলে থাকি ধর্ম। গোষ্ঠীবদ্ধ মানুষের রয়েছে নিজস্ব সংস্কৃতি, আচার বিচার, সংস্কার ও বিশ্বাস। যার আজন্ম লালিত মূল্যবোধে মানব চিন্তাশক্তি, মননশীলতা ও আবেগতাড়িত হয়।
একটু বিশ্লেষণ করলেই দেখা যাবে বিষয়টি আদৌ একমুখী নয়। এটি মানুষের মজ্জাগত মানসিকতার। বংশগত ঐতিহ্যের উত্তরাধিকারজাত পারিবারিক ঘেরাটোপ থেকে গোষ্ঠীবদ্ধ সামাজিক পরিসরে আমাদের মানসিকতা অবিরাম পুষ্ট হতে থাকে। এ যে সাম্প্রদায়িক মানসিকতা যাকে আমরা আমাদের ধর্মীয় আচার বিচার হিসেবে জেনে থাকি, সেটির দিকে গভীর দৃষ্টি নিয়ে খেয়াল করলে দেখা যায়-এ র্ধমীয় আচার বিচার বিশ্বাস ও ভক্তির পারিবারিক এবং গোষ্ঠীগত সংস্কৃতিই আমাদের সাম্প্রদায়িকতা। যা থাকে আমাদের সচেতন চিন্তা ও জ্ঞানের আড়ালে।
সাম্প্রদায়িক মানসিকতা মাত্রই দাঙ্গা-হাঙ্গামা বা বিবাদের সঙ্গে যুক্ত তা একেবারেই সঠিক নয়। মানুষ হানাহানিতে বিশ্বাসী না হয়েও নিজ সম্প্রদায়ের ঐতিহ্য ও উত্তরাধিকারের কাছে, নিজের বিশ্বাসে অটল থাকতে পারে। কারণ, প্রত্যেকের বিশ্বাস ও মূল্যবোধ প্রত্যেকের নিজ নিজ আশ্রয়। তাই সাম্প্রদায়িকতার অর্থ মোটা দাগে চিহ্নিত করা আরেক মানসিক দৈন্যতা ও অজ্ঞতার পরিচয় বহন করে। তাই সাম্প্রদায়িকতা মানেই সাম্প্রদায়িক হানাহানি নয়।
কিন্তু যখন রাজনৈতিক অপশক্তিগুলো সাম্প্রদায়িক শব্দের ভিন্ন অর্থ ও অপব্যাখ্যা করে নিজ স্বার্থ উদ্ধারে হানাহানির সৃষ্টি করে, তখনই মূলত সাম্প্রদায়িকতা একটি নেতিবাচক বিষয়ে পর্যবসিত হয়। সৃষ্টি হয় অন্ধকার জগতের দুর্বৃত্তায়ন এবং উগ্র ধর্মীয় উন্মাদনা। ধর্মের মোড়কে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে মুখরোচক লেবেঞ্চুসে। সাধারণ মানুষ সঠিক না বুঝে তার সাম্প্রদায়িক মানসিকতায় কোনও না কোনও একটি পক্ষ নিয়ে ফেলে।
আর রাজনৈতিক শক্তিগুলি সেই পক্ষ নেয়া জনসমর্থনকেই কাজে লাগায় তাদের দুরভিসন্ধিমূলক স্বার্থ উদ্ধারে। সেটাই সাম্প্রদায়িক রাজনীতি তথা ধর্মভিত্তিক রাজনীতি মূলস্তভ। সেইসঙ্গে সাম্প্রদায়িক মানসিকতা রাজনৈতিক অপশক্তির মূল হাতিয়ার হয়ে উঠে।
বর্তমানে অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি, মানুষের আজন্ম লালিত বিশ্বাস, সংস্কার ও ধর্মীয় চেতনাকে বিভিন্ন অপব্যাখ্যা দ্বারা প্রভাবিত করে নিজস্ব স্বার্থ হাসিলের জঘন্য পায়তারার নাম সাম্প্রদায়িকতা তথা সাম্প্রদায়িক রাজনীতি। স্বাতন্ত্র্যবোধ থেকে বিছিন্নতার নাম সাম্প্রদায়িকতা। ধর্ম ও শিল্পের পার্থক্য না বুঝবার অজ্ঞাতার নাম সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা শব্দটি একটি নেতিবাচক অভিধার জন্ম দেয় যেখানে নিজের সম্প্রদায়কে শ্রেষ্ঠ ভাবার একটি বিষয় রয়েছে।
যার প্রথমে রয়েছে, আমি যে সম্প্রদায় অন্তর্ভুক্ত তার সবকিছু শ্রেষ্ঠ বাকি অন্যদের চিন্তা ভাবনা সব ছোট বা মূল্যায়নযোগ্য নয়। এবার দ্বিতীয় অংশটি হলো এ চিন্তার ওপর নির্ভর করে সব কার্যকলাপ পরিচালিত করা এবং নিজের শ্রেষ্ঠত্ব অন্যের ওপর জোরপূর্বক চাপিয়ে দেয়া। এ অহমধর্মী চিন্তা মানুষের স্বাতন্ত্র্যতা তথা স্বাধীনতাকে স্বীকার করে না, বরং মানুষের সঙ্গে মানুষের বিছিন্নতা তৈরি করে; যার সুযোগে সাম্প্রদায়িক হানাহানির এক বিশাল প্রেক্ষাপট রচিত হয় বা হচ্ছে প্রতিনিয়ত।
সাম্প্রদায়িকতার এহেন বিকৃত রূপের সঙ্গে খুব সূক্ষ্মভাবে জড়ানো হয়েছে ধর্মকে। ফলস্বরূপ উত্থান ঘটেছে ধর্মভিত্তিক রাজনীতির। এ উপমহাদেশে ধর্মকে পুঁজি করে রাজনীতির জন্ম ব্রিটিশদের ডিভাইন এ্যান্ড রুল নীতির হাত ধরে। কৃষক ও জমিদার, জোতদারদের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য, জাতিগত বিদ্বেষ, মধ্যবিত্তের উত্থান,বুর্জোয়াদের আর্বিভাব, হিন্দু-মুসলমান সম্প্রদায়ের পারস্পরিক বিছিন্নতা, ধর্মীয় জ্যাতাভিমান, তীব্র জাতীয়তাবাদের উত্থান, ভিন্ন রাজনৈতিক মেরুকরণ এ উপমহাদেশে ধর্মভিত্তিক রাজনীতির জন্ম দেয়।
ফলস্বরূপ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দুটি রাষ্ট্রের জন্ম হয়। যার একটি হলো পাকিস্তান। শুরু থেকেই যা মেরুদণ্ডহীন। ধর্মের ভিত্তিতে গড়ে তোলা রাষ্ট্র পাকিস্তানকে দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছিল এদেশের মানুষ। পাকিস্তান জন্মের বছর না পূরণ হতে পূর্ব বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠে মিথ্যা স্বাধীনতার নামে ধর্মের জিকির তুলে তাদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে নানাবিধ শোষণ-শাসন আর নিপীড়ন।
একে একে কেড়ে নেয়া হচ্ছে তাদের নিজস্ব ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি এবং তাদের অধিকার। বাঙালির বুঝতে আর বাকি থাকে না শাসনের নামে শোষকদের ধর্মের রাজনৈতিক ব্যবহার। ভাষা আন্দোলন থেকে স্বাধিকার, স্বাধিকার থেকে স্বাধীনতা বাঙালির আত্মপরিচয় নির্মাণের ধারাবাহিক সেই সংগ্রামের মূল উপজীব্য তার হাজার বছরের লালিত মানবমনস্ক সমাজ চেতনা ও মূল্যবোধ।
সেটার চেয়েও বড় কথা বাঙালির মনে যিনি এ বোধের জন্ম দিতে পেরেছিলেন, যার নেতৃত্বে বাঙালি পেয়েছে এক স্বাধীন ভূখণ্ড, বাংলার সেই সফল নায়ক, অবিসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার শাসন শোষণের নীতির ব্যবচ্ছেদ ঘটিয়ে, অন্যায়, অধীনতা ও জুলুমের নাগপাশ থেকে মুক্ত করে বঙ্গবন্ধু এনে দিলেন মুক্তিকামী বাঙালির লাল-সবুজের সোনার বাংলাদেশ।
স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু বললেন:
“বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীনতা নয়। মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে। হিন্দু তার ধর্ম পালন করবে। খ্রিস্টান তার ধর্ম পালন করবে। বৌদ্ধও তার নিজের ধর্ম পালন করবে। এ মাটিতে ধর্মহীনতা নাই, ধর্মনিরপেক্ষতা আছে। এর একটা মানে আছে। এখানে ধর্মের নামে ব্যবসা চলবে না। ধর্মের নামে মানুষকে লুট করে খাওয়া চলবে না। ধর্মের নামে রাজনীতি করে রাজাকার, আলবদর পয়দা করা বাংলার বুকে আর চলবে না। সাম্প্রদায়িক রাজনীতি করতে দেয়া হবে না।”
[১৯৭২ সালের ৭ জুন রেসকোর্স ময়দানে দেওয়া ভাষণ]
অত্যন্ত সুস্পষ্ট চিন্তা এবং সুস্পষ্ট দিকদর্শন।
আবার ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা প্রসঙ্গে বঙ্গবন্ধু বললেন:
“সকলে জেনে রাখুন, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে। আর তার ভিত্তি কোনো বিশেষ ধর্মীয় ভিত্তিক হবে না। রাষ্ট্রের ভিত্তি হবে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।”
[১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তান থেকে দেশে ফেরার পর রেসকোর্সে দেওয়া ভাষণ ]
সেইসঙ্গে বঙ্গবন্ধু বিশ্বাস ছিল আবহমান বাংলা ও বাঙালির হাজার বছরের নানা ধর্ম-বর্ণ-গোষ্ঠী-সংস্কৃতিভিত্তিক জীবনাচরণ এবং তাদের নিজস্ব বিশ্বাস ও মূল্যবোধের প্রতি। তাই গভীর বিশ্বাসবোধ থেকে তিনি নিজেই বলেছিলেন:
“রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করা যাবে না। যদি কেউ ব্যবহার করে তাহলে বাংলার মানুষ তাকে প্রত্যাঘাত করবে। এ বিশ্বাস আমি করি।”
[১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে দেওয়া ভাষণ]
কিন্তু হায়, ’৭৫ -এর কালরাত্রি বাঙালির জাতীয় জীবনে এক অন্ধকার নিয়ে আসে। মুহুর্তেই ‘বাঙালি’ হয়ে যায় ‘বাংলাদেশি’। বাঙালির সমাধানকৃত আত্মপরিচয়ের প্রশ্নে সাধারণ মানুষকে দ্বিধাবিভক্ত করা হলো। পেরেক ঠুকে দেয়া হলো বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতার মুক্তচিন্তার রাষ্ট্রদর্শনে। বাংলাদেশ ক্রমশ পিছুতে থাকে। ধর্মের রাজনৈতিক ব্যবহারে রুদ্ধ হয় প্রগতিশীল চিন্তার ও রাষ্ট্র ব্যবস্থার। এক ভয়াবহ দুরভিসন্ধি নিয়ে পাকিস্তানের প্রেতাত্মাদের শুরু হয় হাজার বছরের অসাম্প্রদায়িক বাঙালি মুসলমানকে সাম্প্রাদায়িক ও ধর্মান্ধ করার জঘন্য প্রয়াস।
দীর্ঘ সময় ধরে উদ্ভট এক উটের পিঠে সওয়ার হয়ে, অন্ধ ও অজ্ঞতার ঘেরাটোপে বাংলাদেশ শাসিত হওয়ার পর বর্তমানে সুবাতাসের ছোঁয়া। যুদ্ধ অপরাধীদের বিচার ও জাতির পিতা হত্যাকারীদের বিচার বাংলার কিছুটা কলঙ্ক মোচন এবং জাতিগতভাবে লজ্জা থেকে দায়মুক্তি ঘটায়। তবে এটি অত্যন্ত স্পষ্ট সেই ধর্মান্ধ, প্রগতি বিরুদ্ধবাদীদের দৌরাত্ম্য এখনো থামেনি। তারা নানাভাবে নানা বেশে বাংলাদেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার সাংঘাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দীর্ঘ তিন দশকের বেশি সময়ের ধর্মভিত্তিক রাজনীতির দুষ্টচক্রে বাঙালির স্বপ্নের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ স্পষ্টতই এখন দুইটি ভাগে বিভক্ত।
এক-
আবহমান বাংলার নানা ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের সংস্কৃতির পারস্পরিক সহাবস্থানে পরমতসহিষ্ণুতায়, সম্মান ও বিশ্বাসবোধে ঋদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় লালিত মানুষ।
আরেকটি হচ্ছে-
ধর্মের রাজনৈতিক ব্যবহারের মাধ্যমে নিজেদের ফায়দা লোটায় পরিপক্ক প্রগতিবিরুদ্ধ ছদ্মবেশী রাজনৈতিক গোষ্ঠী। যাদের উন্মত্ত ধর্মভিত্তিক রাজনৈতিক প্রতিহিংসা তথা ষড়যন্ত্রের বারবার শিকার হচ্ছে বাংলাদেশ। যাদের প্রতিক্রিয়াশীল উগ্র উন্মাদনা আজও ধৃষ্টতা দেখায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো এক অমার্জনীয় অপরাধের। এ শুধু অজ্ঞতা ও অজ্ঞানতাই নয়, নয় শুধু অপরাধ, মোটাদাগে রাজনৈতিক এজেন্ডা, জাতীয় জীবনে এ এক অশনি সংকেতও বটে। এ অপশক্তিকে রুখতে এখনই সময় গর্জে উঠবার।
প্রগতিবিরুদ্ধ, প্রতিহিংসাপরায়ণ, প্রতিক্রিয়াশীল ধর্মজীবীদের স্থান বঙ্গবন্ধুর সোনার বাংলা নয়। বারবার ফিরে যেতে হয় বঙ্গবন্ধুর কাছে। তিনিই বলেছিলেন, বাংলার মানুষ ধর্ম ব্যবসায়ীদের গ্রহণ করবে না। গত নির্বাচনগুলোর বিশ্লেষণ থেকে একটি হিসাব খুব স্পষ্ট যে ধর্মভিত্তিক দলগুলোর জন সমর্থনের পরিমাণ অত্যন্ত কম; নির্বাচনী হিসাবে সব ধর্মভিত্তিক দল মিলে গড়ে ৮ শতাংশের বেশি ভোট পায়নি।
অর্থাৎ বাংলাদেশের মানুষ এখনো তাদের ‘রাজনৈতিক আদর্শ’ হিসেবে ধর্মকে বিবেচনা করে না। সাধারণ মানুষের কাছে সামাজিক ও ব্যক্তিগত জীবনে ধর্ম গুরুত্বপূর্ণ হলেও রাজনীতিতে তারা ধর্মের ব্যবহার দেখতে চায় না। ধর্মভিত্তিক দলগুলোর প্রতিনিধিত্ব জাতীয় জীবনে স্বীকার করে না।
ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কী হবে– এ বিষয়ে বাঙালির দিশারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুস্পষ্ট দিক নিদের্শনা রয়েছে। তাই সময় এখন প্রগতিমনস্ক মানুষদের কন্ঠ তুলবার। উদ্ভূত পরিস্থিতিতে খুব বেশি করে মনে পড়ে যায় মিখাইল বুলগাভের উপন্যাস "মাস্টার এ্যান্ড মার্গারিটার" বিখ্যাত উক্তি ”পাণ্ডলিপি কখনো পোড়ে না "।
মুক্তচিন্তাকদের কোনোদিন ক্ষয় নেই। বঙ্গবন্ধুর মতো মুক্তচিন্তকের লয় নেই, তিনি অনিঃশেষ, তিনি অনিবার্য। তার দেয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান এবং সোনার বাংলাদেশ অক্ষুণ্ণ থাকবে চিরকাল।
নবনীতা চক্রবর্তী
শিক্ষক, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যাণ্ড সায়েন্স।
- আনিসুল-ফারুক খানসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার
- ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, আশা টবি ক্যাডম্যানের
- সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে আবারো কড়াকড়ি
- শিবিরের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে যা বললেন পূজা চেরি
- যে কারণে নারীকে প্রতিদিন একটি ডিম খেতে হবে
- ইতিহাস গড়ে সাকিব-মালিঙ্গা-সাউদির রেকর্ডে ভাগ বসালেন শাহিন আফ্রিদি
- সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালালো ইসরায়েল
- শেখ হাসিনা-রেহানার ব্যাংক হিসাব তলব
- অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত
- মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের নামে মামলা
- এখন থেকে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান নয়
- এবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে আরএসএস সমর্থকদের বিক্ষোভ
- শীতে প্রতিদিন খেজুর গুড় খাওয়ার যত উপকারিতা
- জামিন পেলেন শমী কায়সার
- বাবরের বিরুদ্ধে অভিযোগ করা তরুণীকে আদালতে হাজিরের নির্দেশ
- অভিনয় ছেড়ে উপস্থাপনায় জায়েদ খান
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত: বিক্রম মিশ্র
- বাড়লো সয়াবিন তেলের দাম
- দিল্লি থেকে দূতাবাস ঢাকায় স্থানান্তর করুন: প্রধান উপদেষ্টা
- গোলান মালভূমির নিয়ন্ত্রণ নিলো ইসরাইল : দামেস্কে লুটপাট
- মানুষ সঙ্গীকে ধোঁকা কেন দেয়?
- জুলাই-আগস্ট ইস্যুতে চাঁদাবাজি করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
- শিগগিরই একসঙ্গে আমির শাহরুখ ও সালমান
- রাশিয়ায় আসাদের আশ্রয় নেওয়ার বিষয়ে যা বললেন বাইডেন
- কেন বলে কামড় দিয়েছিলেন, এক যুগ পর মুখ খুললেন আফ্রিদি
- উঠেছে নতুন ধান তবুও বাড়ছে দাম, নেপথ্যে কারা
- ২০২৫ সালেই জাতীয় নির্বাচন হতে পারে-ওয়াহিদউদ্দিন মাহমুদ
- বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএসের কর্মসূচি ঘোষণা
- দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা
- শীতে মধু-রসুন একসঙ্গে খাবেন যেসব কারণে
- ২০২৫ সালেই জাতীয় নির্বাচন হতে পারে-ওয়াহিদউদ্দিন মাহমুদ
- নাক বন্ধ থাকলে মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন, কিন্তু সাবধান
- শীতে মধু-রসুন একসঙ্গে খাবেন যেসব কারণে
- সেই ১৩৪ কোটি টাকা কার, মুখ খুললেন মুন্নী সাহা
- পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিগগির সরাসরি ফ্লাইট চালু
- শত পার্থক্য থাকলেও আমরা সবাই এক পরিবারের সদস্য: ড. ইউনূস
- ‘রোনালদো ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী’
- অগ্রিম টিকিটেই বাজিমাত আল্লু অর্জুনের পুষ্পা-২, বিশাল আয়ের আভাস
- দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা
- শিগগিরই মানুষকে ‘ধরে ফেলবে’ কোয়ান্টাম প্রযুক্তির রোবট
- শেখ হাসিনা আবারো রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত
- শসার বীজে এত গুণ
- যে বার্তা নিয়ে বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
- মানুষ সঙ্গীকে ধোঁকা কেন দেয়?
- বাড়লো সয়াবিন তেলের দাম
- ডেঙ্গু শনাক্তে ‘এনএস১ এলাইজা’ বেশি নির্ভরযোগ্য: গবেষণা
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত: বিক্রম মিশ্র
- ভারতে বন্যাকে বয়কটের ডাক
- সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালালো ইসরায়েল