ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭২৪

বঙ্গবন্ধুর বায়োপিকে চঞ্চল চৌধুরী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৩ ১৩ জানুয়ারি ২০২১  

বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। এই বায়োপিক পরিচালনা করবেন মুম্বাইয়ের নির্মাতা শ্যাম বেনেগাল। ‘বঙ্গবন্ধু’ শিরোনামের বায়োপিকে অভিনয় করবেন বলে চূড়ান্ত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী।

 

সিনেমায় তাকে বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফুর রহমানের চরিত্রে দেখা যাবে। তিনি অভিনয় করবেন শেখ লুৎফুর রহমানের ৪৫-৬৫ বয়সের ভূমিকায়। মঙ্গলবার চলচ্চিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

 

এদিকে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের চরিত্রে অভিনেতা রওনক হাসানের অভিনয়ের কথা ছিলো। তথ্য মন্ত্রণালয় থেকে তার নামও ঘোষণা করা হয়। চরিত্রের প্রয়োজনে তার পোশাকের মাপ নেয়া হয়েছিলো। প্রাথমিকভাবে নির্বাচিত এ অভিনেতাকে আনুষ্ঠানিক চুক্তির আগেই চলচ্চিত্রটি থেকে বাদ দেওয়া হয়েছে।

 

আগামী ২৫ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে ছবির প্রথম লটের শুটিং শুরু হবে বলে জানা গেছে। সব কাজ শেষ করে চলতি বছরেই ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়া হবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর