ঢাকা, ৩০ ডিসেম্বর সোমবার, ২০২৪ || ১৬ পৌষ ১৪৩১
good-food
৭৩৬

বঙ্গবাজারে পুড়ে যাওয়া লুঙ্গি লাখ টাকায় কিনলেন তাহসান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২১ ৫ এপ্রিল ২০২৩  

স্বচ্ছ পলিব্যাগে মোড়ানো ছিল নতুন আর রঙিন কাপড়গুলো। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সব কাপড়ের রঙ কালো। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে যে বাজার ছিল জমজমাট  সেখানে আজ ধ্বংসস্তুপ আর হাহাকার। যেন আর কিছুই অবশিষ্ট নেই। এ অবস্থায় ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছেন তারকা, রাজনীতিবিদ থেকে আমজনতা।


বঙ্গবাজারে পুড়ে যাওয়া একটি লুঙ্গি লাখ টাকায় কিনে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন দেশের সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ।

 

বিদ্যানন্দের পোস্টটি ছিলো:

‘জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়, ‘বঙ্গবাজারের কাপড়ে বড় হইছি। আর তাদের বিপদে একটা কাপড় কিনতে পারবো না’?”

জীবনের গল্প বিভাগের পাঠকপ্রিয় খবর