ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৪৯৪

বনানীতে চীনা নাগরিক হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২২ ১৮ ডিসেম্বর ২০১৯  

রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাও জিয়াংহুই হত্যাকাণ্ডে ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, চীনা নাগরিককে খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চীনা নাগরিকের চুরি যাওয়া টাকা, মোবাইল এবং হত্যায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গত ১১ই ডিসেম্বর বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর ভবনের পেছনে মাটিচাপা অবস্থায় জে জিয়াং ফি নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর