ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৭৭

বনানীর ভয়াবহ আগুনে পুড়ে মরলো ২৫ প্রাণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩০ ২৮ মার্চ ২০১৯  

রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন ৮০ জনেরও বেশি। 

বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অথবা  বাঁচার চেষ্টায় উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ে।

 

তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে শংকা জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের ঢাকা বিভাগীয় উপ পরিচালক দেবাশিষ বর্ধন বলেছেন, ভবনের ভেতরে উদ্ধার কাজ চলছে। সেখানে আরও কিছু মৃতদেহ থাকতে পারে।

 

কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ওই বাণিজ্যিক ভবনের ফ্লোরগুলোয়  বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ও দোকান। সপ্তাহের শেষ দিন দুপুরে খাবার বিরতির ঠিক আগে আগে সব অফিসেই তখন ছিল দারুণ ব্যস্ততা।

 

ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, বেলা ১২টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তাদের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও ১২টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। 

 

চার ঘণ্টা চেষ্টার পর বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এরপর বিভিন্ন ফ্লোরে ঢুকে তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

 

তবে তখনও কয়েকটি ফ্লোর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল, ধোঁয়া বের হচ্ছিল ভবনের বিভিন্ন অংশ থেকে।

 

অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা কেউ কেউ বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার ধারণা দিলেও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে চাননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর